ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
প্রকাশিত : ১৭:২২, ২১ জুন ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মিন্নাল হোসেন (২৫)।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্নাল হোসেন পার্শ্ববর্তী সদাবরি গ্রামের আফতাব আলীর ছেলে এবং মিমপেক্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক ইয়ামিন হোসেনকে ধরতে অভিযান চলছে।
কেআই//
আরও পড়ুন